পায়ের জুতো মাপার সহজ পদ্ধতি

Blog Post

নিচের পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার জুতোর পরিমাপ বের করতে পারবেন:

প্রথমে আপনার পায়ের থেকেও দৈর্ঘ্যে বড় একটি সাদা কাগজ নিন।

একটি দেয়াল ঘেঁষে মেঝেতে কাগজটি রাখুন।

এবার পায়ের গোড়ালি দেয়ালের স্পর্শ করে আপনার পা কাগজের উপর রাখুন।

পায়ের সঠিক মাপ বের করার জন্য পায়ের উপর সম্পূর্ণ ভর দিন।

আপনার বুড়ো আঙ্গুলের মাথায় একটি কলম দিয়ে মার্কিং করুন।

এবার একটি স্কেল এর সহযোগিতায় কাগজের একপাশ থেকে মারকিং পর্যন্ত পরিমাপ করুন।

এবার আমাদের জুতো পরিমাপের চার্ট থেকে মিলিয়ে আপনার জুতার মাপ বের করুন। ধন্যবাদ।

 

 

Created At: November 27, 2023

Updated At: January 29, 2024